৳ ২৫০ ৳ ২১৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
"ছোটদের ইসলামী ইতিহাসমূল : সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.অনুবাদআমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষদের জন্মস্থানও এ নগরী। তখন এখানকার বাসিন্দারা ছিল মূর্তিপূজারী। তারা জাহেলী সংস্কৃতি অনুযায়ী জীবন যাপন করত। সে জীবন ছিল আল্লাহ তাআলার অপছন্দের। কারণ, সে জীবনে ছিল পৌঁত্তলিকতা, মূর্খতা, একগুয়েমি ও জুলুম-নির্যাতনে ভরা। এমনি এক ক্লান্তিলগ্ন মুহূর্তে মহান আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে তাদের মাঝে পাঠালেন। তখন তাঁর বয়স ছিল চল্লিশ। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রিয় রাসূলকে আদেশ করেন, যাতে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে তাওহীদের দিকে, সত্য ধর্মের দিকে এবং উত্তম চরিত্রের দিকে আহবান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রেসালাতের দাওয়াত শুরু করার পর মক্কার বাসিন্দারা বিরোধিতা করে এবং শত্রুতায় মেতে ওঠে। কারণ তাদের নিকট এ আহবান ও আকিদা-বিশ্বাস মনোপুত হয়নি এবং এসব ভালো কথা তাদের কাছে ভালো লাগেনি। পরবর্তীতে আল্লাহ তাআলা তাঁর রাসূলকে মদীনায় হিজরত করার হুকুম দেন। আল্লাহর হুকুম পেয়ে তিনি তার একনিষ্ঠ সাথী আবু বকর রাযি.কে সঙ্গে নিয়ে অতি গোপনে মক্কা থেকে মদীনার পথে বের হয়ে যান। সংবাদ পেয়ে মক্কার মূর্তিপূজারী মুশরিকরা তাঁদের পিছু নেয়। এদিকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাযি. মুশরিকদেরকে দ্বিধাগ্রস্থ করে দেয়ার জন্য মদীনার উল্টোপথে কিছু দূর গিয়ে ‘গাড়ে ছওর’ নামক এক পর্বতগুহায় আশ্রয় নেন। তাঁদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সেখানে পাঠিয়ে দেন মাকড়সাবাহিনীকে। মাকড়সার দল সেখানে গিয়ে গুহা ও এর পার্শ্ববর্তী গাছের মাঝে বুনে ফেলে এক ঘন বিস্তৃত জাল। এ জাল গুহায় আশ্রিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাযি. এর জন্য কাফেরদের দৃষ্টির আড়ালস্বরূপ ব্যবহৃত হয়।অন্যদিকে দুটি বন্য কবুতর আল্লাহর হুকুমে কোত্থেকে যেন এসে গুহার আশেপাশে উড়তে থাকে এবং তাঁদের স্বভাব অনুযায়ী ডাকতে থাকে। যার ফলে তারা বুঝে নিয়েছিল যে, এ গুহায় অনেকদিন কেউ প্রবেশ করেনি। কুরআনের বাণীই চিরসত্য- “জমিন ও আকাশ; জগতের সমস্ত কিছু আল্লাহর আয়ত্বধীন।” (সূরা ফাতাহ: ৪)
এদিকে মূর্তিপূজারী মুশরিকরা তাদের খোঁজে গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। তারা এত কাছে পৌঁছে গিয়েছিল যে, তাঁদের কেউ নিজের পায়ের দিকে তাকালেই হয়ত গুহায় আশ্রিত তাদের কাক্সিক্ষত ব্যক্তিদ্বয়কে দেখে ফেলত। কিন্তু আল্লাহ তাদের সে সুযোগ দেননি। ফলে তারা সেখানে এসে দিকভ্রান্তের মত সমস্যায় পড়ে যায়। তারা বলতে থাকে, মদীনার যাত্রীরা কোথায় হাওয়া হয়ে গেল? ফাযেলে দারুল উলুম দেওবন্দ, ভারত।"
Title | : | ছোটদের ইসলামী ইতিহাস |
Author | : | সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. |
Translator | : | হযরত মাওলানা আবদুল করীম |
Publisher | : | অতিক্রম |
ISBN | : | 9789848873874 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 72 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us